কৃষকের ঘরে জন্ম আমার
মাটির ঘরে বাস,
সকাল থেকে সন্ধা
অবধি
মাঠে করি চাষ।
আমার ঘায়ে লেগে থাকে
ভেজা মাটির গন্ধ।
কৃষক সন্তান ফষল ফলাই
এতেই আমার আনন্দ।
দুপুর বেলা তপ্ত রোদে
দাড়িয়ে করি কাজ,
মাথায় ছাতা কোমরে গামছা
একটুও নাই লাজ।
বিকেল হলে, কাজ শেষে
ফিরি আমি বাড়ি,
রাত্রি হলে দেই যে আমি
ঘুমের দেশে পাড়ি।