হে বজ্রকন্ঠে ভাষন দাতা,সাহসী বীর,
তুমি এ ধরাকে রক্ষা করো,
এ ধরার প্রয়োজনে আবার ফিরে আসো,
এ ধরায় যে বইছে এখন খুনের মিছিল,
এ ধরার নদীর স্রোতে ভেসে আসে রক্তের লাল রেখা,
এ ধারার লোকেরা যে আজ হিংস্র হয়ে গেছে,
এ ধরা থেকে যে আজ মানবতা উঠে গেছে,
এ ধরা যে আজ নেতৃত্ব শুন্য হয়ে যাচ্ছে,
তুমি আসো এ জনপদকে রক্ষা করো,
রক্ষা করো অপরাধ প্রবনতা থেকে,
এ ধরার সহজ সরল মানুষ গুলাকে,
তোমার ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে
এ ধরার লাখো জনতা।