নদীর তীরের বটগাছে
আসতো নানান পাখি
ঝাঁকে ঝাঁকে এসে তারা
করতো ডাকাডাকি।
কিচিরমিচির শব্দ করে
গাইতো তারা গান,
সেই গান শুনে সবার
জুড়াইতো মন প্রান।
ছোটবড় গ্রামের সবাই
আসতো নদীর তীরে,
নানান জাতের পাখির গানে
মনটা যেনো ভরে।
একটা সময় দুষ্ট লোকের
পড়লো নজর বটগাছে,
তখন থেকে নদীর পারের
থাকতো তারা কাছে কাছে।
সময় সুজোগ বুজে তারা
করলো একদিন আক্রমন,
পাখির দলে চালালো গুলি
ভাঙলো তাদের আয়োজন।