সারা নিশি ক্ষনে বসি ভাবি আমি তোকে নিয়ে,
আমার ভাবনা সাঝানো সুধু তোকে দিয়ে।
তোর পরানের তরে পিঞ্জিরাবদ্ধ হয়ে আছে আমার আউলা পরান।
উন্মাদ হয়ে সারাক্ষণ ভাবে,সারাবেলা চাহে তোর ঘ্রান।
মুই আজ আউলা উন্মাদ তোর পিরিতে।
মোরে তুই ঠাহি দে তোর মনেতে।
তোর পাগল করা বচনে,আর তোর হাসিতে মোর যে পরানে ধাক্কা লাগে,
পিরিতের স্বাদ জাগে।
মোরে তুই ঠাহি দে তোর পরানে।
মুই আর কিছু চাই না জীবনে।
মোর মনেতে বান্ধিয়া রাখছি তোরে, দিছি,শক্ত এক গিট্টু, লাগাইছি পিরিতের তালা।
মোরে ঠাহি দে তোর পরানে,একটু বাস মরে ভালা।
মনের ঘরে যতনে রাখমু তোরে, তবু আয় মোর শনে,
মোরে একটু জায়গা দে তোর প্রানে।
আমি আজ উন্মাদ,কিছুই ভাবি না তোরে ছাড়া,
তুই বিহনে আসেনা ভাবনা, মোর মনে বয় সুধু তোর প্রেমের ধারা।
তুই আয় না,এসে শীতল কর, মোর অশান্ত আত্বা,
আমি যে আজ উন্মাদ, যদি না আস তুই অবসান করিব সকল জীবাত্মা।
তোকে ডাকি আমি,আয় মোর ধারে, একটু জড়া মোরে তর সাথে,
আমি ভুলে যাবো সকল কলতান,ভালোবাসার সাগরে ডুব দেবো তর সাথে।
আমি উন্মাদ তরি প্রেমেতে, আমি রাখবো ধরে তোকে আমার বাহুতে।
মোরে তুই ঠাহি দে তোর পরানে,
আমি তোরে কত যে ভালোবাসি, সুধু মোর অন্তর জানে।