মুখামুখি বসবার দূরত্বে দাঁড়িয়ে জলতরঙ্গ মাপতে মাপতে
মরে গেছে নরম সকাল।
সদ্যজাত দুপুরে পরিযায়ী সমুদ্রের এক রূপালি জাহাজ ভিড়েছে নদীর শূন্য ঘাটে-
এখন ভাঁটারকাল।
ভাটিয়াল সুরতুলে রূপালী জাহাজের সাথে সাথে ভেসে যায় জলতরঙ্গ - পরিযায়ী সমুদ্রে-
ভেসে যায় নদী।
ভেসে যায় চোখ.....বুক...
স্বপ্নসমগ্র- নিরবধি
_____________
২ জানুয়ারি, ২০১৭
মধ্যরাতের প্রলাপ