তোমাকে মনে পড়লে একটা তিলা মুনিয়া শিস দেয় বুকের ভেতরে
ডানা ঝাপটায়-
ক্রমে ক্রমে চোখের সীমানায় নাচে সহস্র স্মৃতিদৃশ্য,
আর
কানে ভাসে রকমারি রোদবৃষ্টির কাব্য....
আমার হারিয়ে যাওয়া ঘুমকাতুরে শ্রাব্য শামিয়ানা, শোনো!
এখনো রাতদুপুরে তোমাকে মনে পড়লে
ঘুমের আড়ম্বর গিলে একটা অস্পন্দ নিঃসঙ্গতা নোঙ্গর করে বসে থাকে
চোখের গোলকে
বুকের সমুদ্রে
___________
১৪ মে ২০২০, রাত