মাঝেমধ্যে সময়গ্রাফে ব্যস্ত হয়ে সার্চ করি আমার আমিটাকে
মায়ের স্বপ্নসিঁড়িতে, বাবার পাশে
ভাইবোন কিংবা প্রিয়জনের শুভ্রহাসির পেছনে...
কখনো কোথাও কি ছিলাম আমি!
কোথাও কি আছি?
'ভাবনাটা'
ভাসাতে ভাসাতে নিয়ে যায় 'দায় আর দ্বিধা'র এক দ্বৈধসমুদ্রে।
-ভাসায়, ডুবায়-

মনে হয়, সমুদ্রজোয়ারে ভেসে ভেসে ক্রমাগত আমার দিকেই আসছে
তোমার সহস্র দুঃখকথার সাইক্লোন
.... অভিশাপসন্তাপ
আমি তলিয়ে যাই গত হওয়া দিবারাত্রে, তোমাতে-