স্বর্গসম্রাটের পাজরের হাড়, তোমার মাথার উপর ছায়া হয়ে আছে আস্ত একটা মঙ্গোলেরিয়া
স্বর্গের সিড়িতে বসে তুমি উৎযাপন করছো তোমার দিনরাত্রি
তোমার চোখে রংমহল
তোমার চোখে রোদফুল
তোমার চোখে বৃষ্টিবিলাস! আর থোকা থোকা রকমারি বিদ্রোহ.....
প্রিয়, আমি এক মেঘজাহাজের ভিশতিত্তয়ালা।
নরকের সিড়িতে বসে বিড়ি টানতে টানতে শব্দের পিঠে শব্দ আঁকি
আমার শব্দগ্রাফিতে রংমহল আসে না, সূর্যদেবতা আসেন না, ফোটে না.... বিদ্রোহ ফুল....
আমার কানে বাজে স্রেফ মেঘজাহাজের গান, আর জলের কান্না
তুমি কি শুনতে পাচ্ছো? পাচ্ছো না! হে অর্ধ মঙ্গোলেরিয়া
মধ্যরাতের প্রলাপ
১৩.১০.২০, মধ্যরাত।