তোমার অজস্র অনুযোগ কাধে নিয়ে নৈশব্দে অতিক্রম করছি সূর্যাস্তের পথ
পরাকরণের আগুনে নিয়ম করে ঢালছি অবজ্ঞার পারদ

অথচ 'আমিময় শতাব্দীর শূন্যের দশককে' তুমি তুলে রাখছো তোমার স্বর্গযুগের উপসর্গে''
'জলজলসায় আবৃত্তি করছো কালের-গলদ!'

এইসব গল্পাবলী কানে এলে তোমারামার শূন্যের দশকের কছম কেটে বলতে ইচ্ছে করে-
'এমন বিদঘুটে সমাপ্তি আমি চাইনি, অতন্দ্রিতা!
বিশ্বাস করো
বিশ্বাস করো


___________________
১৫ জুলাই, ২২। রাত
[মধ্যরাতের প্রলাপ]