দুপুররাতে শাশ্বত একটা দুঃখ আসন পেতে বসে থাকে চোখের করিডোরে
বহুমাত্রিক পঙক্তির বিহ্বল দু'চারটে সংলাপ নৈশব্দে সাঁতারকাটে অগাকান্ত মস্তকে-

বহুরাত বহুদিন আগে জলের সমুদ্র এঁকে
           কে কারে রেখে গেছে মরু-উপত্যকায়?!

নক্ষত্রদের নিদ্রাকালে সংলগ্ন প্রান্তর থেকে দুঃখীসুরে ভেসে ভেসে আসে জলবিহগের গান
এতদিন এতরাত পর কার স্মরণে বিদুর নয়নে কে দেখে, কে দেখে
আঁধারের আলোকস্নান

____________
(মধ্যরাতের প্রলাপ)
১২.০৭.২২