পানশালার আকাশে ঝুলে থাকা কোনোএক মাথা থেকে
একপ্যাগ দু'প্যাগ করে করে ক্রমশ খসে খসে পড়ছে মগজের নির্যাস
মাথার ভেতর এখন আর মাথা নেই
মাথার ভেতর এখন আর কোনো মানুষ নেই__
কুহকাহত মেঘ হে, হে খরার চাতকিনী
পরমপ্রসরের জলবিহগে চড়ে বিনিদ্রার রাতে এসো মগজহীন এ-মস্তকে
পানশালার বারান্দায় পাতবো মেঘ-রোদের সংসার,
শিমুলের ডালে ফোটাবো ডুমুরের ফুল!
০৫.০২.২৩
(মধ্যরাতের প্রলাপ)