প্রতিনিয়ত
মৃত্যুস্তুপ, আঁকছে
চোরাএনিমি।

ক্রমে কান্নাকথারমেঘ জমে জমে ঝাপসা হচ্ছে আম্বরীর আঁচল
জলছলছল চোখে রোদ খোঁজে খোঁজে শ্রান্ত আমাদের আনন্দের মা।
ঘুমকাতুরে চোখে ঘুম নেই
অনাহারীমুখে বাসা বেধেছে চিন্তাপুরের ক্ষুধামন্দাপাখি!

পার করছি অস্থির এক প্যানডেমিক রাত-


২.
মধ্যরাতের স্তব্ধতা ভেঙ্গে একটু আগে
একটা এম্বুলেন্স এসে ঢুকেছে আমাদের এপার্টমেন্টে
শান্তির মা এখন লাইফসাপোর্টে!

মনপাখি আনমনে পাঠ করছে আতংকমন্ত্র
আমি আঁকছি মেঘের অক্ষর!  

__________
০৩ এপ্রিল ২০২০
মধ্যরাত