ঘুম না-আসা রাতে মাঝে-মাঝে কে যেনো
'মেঘকণ্ঠ বিছিয়ে দেয় দক্ষিণের বাতাসে'
'বাগধারার মাঠে পোড়ায় বিষুবপাখির শ্লোক' -
এইসব পাত্তা না-দিয়েই আমি সওয়ারি হই কাঠহাঁসের ঘাড়ে
বাড়ে বিয়োগের ছায়া
বাড়ে মোহনকান্দার রাত.. ক্রমশ
তবুও রাতের শেষে ফিরে দেখি জলবিহগের ঘর ভরে গেছে বিষুবপাখির পালকে
অগোচরে বসে আছে মেঘের ছায়া
জুলাই ২০২৩