১.
সমাঙ্গ রাতে বিসর্গের অসুখে ক্রমশ ভারী হয়ে ওঠে পুরোবতী হাওয়া
মনে হয় বেহেস্তি সুখপাখিরা যেনো উড়ে এসে জুড়ে বসেছে 'প্রেয়সীর ঠোঁটের-উপত্যকা'

ক্রমে দৈবিকরোদ ডেকে ডেকে নিয়ে আসে মোহন জলের তরঙ্গ
একটাসময়,
একটাসময় মিহিন সুরে লিখা হয় সঙ্গবাসের দরপত্র।


২.
ভরা মধ্যাহ্নে পূর্বজন্মের পাপ পিঠে নিয়ে
একটি দ্বিপদী ঘোড়া খুড়িয়ে খুড়িয়ে পাড়ি দিচ্ছে পুলসিরাত'-
দৃশ্যটায় মস্তিষ্ক আটকে আছে সেই কখন থেকে___
          এ যেনো আমারই প্রতিচ্ছায়া!
                এ যেনো আমাদেরই প্রতিচ্ছায়া!

সওয়ারী হে, পাজরের হাড়
এসো মেঘেরকরোট থেকে ডেকে ডেকে আনি মিথুনগতির মৌলিকবিহগ
          এসো পরমাঙ্কে পার করি পৃথিবীর পুলসিরাত।



৩.
মাউথঅর্গান বাজিয়ে দুপুররাতের নিস্তব্ধতা খুন করছে 'বোকা প্রেমিকপোকা'
প্রেমিকাপোকা তখন আগামী আঁকছে আগন্তুক একবুকে!
কাঁপছে ঝিঁঝিঘর
গোপন প্রণয়ে!


৪.
কোনোএক শিমুলতলে মঙ্গলকথার ব্রত পাঠ করতে করতে দিনযাপন করছিলো
    একটা সবুজ তুলসীগাছ
আকস্মিক
আকস্মিক কে যেনো আস্তএকটা দোজখ নিয়ে ফরফর করে নেমে এলো পৃথিবীতে
এবং ক্রমে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকলো
           'তুলসীপাতার চন্দ্রদাগ!'

_____________
সম্পাদিত
১০।০২।২৩ রাত