তোমাকে ভাসিয়ে দেওয়ার সকালে ভেবেছিলাম নোনাজলে স্নান শেষে
মধ্যাহ্নের পূর্বেই গরম রোদে সেকে নেবো মনেরপ্রিজম
এবং পান্ডুলিপির বুকে অস্পষ্ট সুরে অথবা  বিপরীত শব্দাক্ষরে মুদ্রণ করবো তোমার নাম-
              প্রিয়....
অথচ আজকাল অমন কিছুই পেরে উঠছি না আর!

অজান্তেই তুমি এবং তুমি বিষয়ক শব্দসমূহ প্রশ্বাসে মিশে মিশে ছড়িয়ে পড়ছে পৃথিবীর বায়ুথলীতে।
পরিণামে ভারসাম্য নষ্টের দায়ে দুষ্ট করে স্থলভাগের দেবতারা প্রতিনিয়ত অভিশপ্ত করছেন আমায়।
আর অভিশপ্ত আমি কৌশল না-জানা হাতে চাষ করছি জলেরশব্দলিপি
          বায়বীয় কাব্য।
এবং স্মৃতিবিস্মৃতির ঝোঁলা কাধে নিয়ে যাপন করছি এক তুমুল শূন্যতার জীবন-
         যে জীবন কবিতার ন'য়

______________
জুন ১৮, ২০২১