চোখের পাপড়ি খুলে ঘুমিয়ে আছি জাগতিক কফিনে
স্বপ্নের ভেতরে দেখছি স্বপ্ন-
"তিনশত তেত্রিশ সায়াহ্ন অপেক্ষার পর কোনোএক প্রিয়মুখ চলে যাচ্ছো শেষ ট্রেন ধরে"
আমার ঠোঁট নড়ছে না!
আমার পা এগুচ্ছে না!
তুমুল বৃষ্টি হচ্ছে....
ডুবে যাচ্ছে ট্রেন,
ডুবে যাচ্ছে ট্রেনেরলাইন ক্রমশঃ
ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে স্বপ্নের ভেতরের যাবতীয় স্বপ্নসমূহ
তবুও ঘুম ভাঙছে না আমার
চোখ-খোলা ঘুমের স্বপ্নে পৃথিবীটাকে অল্প জলের দীঘি মনে হচ্ছে
আর নিজেকে গভীর জলের মাছ।
জানুয়ারি, ২০২৩