কত শত কথার সমুদ্র জমে আছে এইসব চুপচাপ নীরবতার গহীনে
তুমি টের পেলে হয়ত পুনরায় মোহগ্রস্ত প্রেমিকা হয়ে উঠতে,
ব্যস্ত হয়ে শুনতে চাইতে চুপকথাদের রূপকথা-
অবেলার হাওয়ায় উড়ে এসে জুড়ে বসা অভিমানের আস্তরণ মুছে
চুপিচুপি ঢুকে পড়তে আমার ভেতর
এবং আমার যাবতীয় আনন্দ অশ্রুতে আবিস্কার করতে তোমার নিরোধ-
স্রেফ তোমার
____________
২. 'ইদানিং মধ্যরাতে'
মধ্যরাতে পুরানো দিনের কথারা ফিরে ফিরে আসে বারেবার
ফিরে ফিরে আসে মরে যাওয়া স্বপ্নসমগ্র
ক্রমে ক্রমে চারকোণার ঘর আর ঘরের খাঁখাঁ করা শূন্যতা পূর্ণ হয় অলৌকিক মেঘে
ইদানীং রাতদুপুরে প্রাক্তন সময় গোগ্রাসে গিলে ফেলে আমার আমিটাকে-
_____________
[পুরানো ডায়েরি থেকে। সম্পাদিত। ]