মন আর মস্তিষ্কের অমীমাংসিত দ্বন্দ্বে হাবুডুবু খাচ্ছে আরও একটা ক্রমবর্ধমান সন্ধ্যা -
তুলনামূলক বেদনাবিধুর কোন দৃশ্যটা,
তোমার হাসিহীন বিবর্ণমুখ নাকি সহস্র সম্ভাবনার সঙ্গবদ্ব অন্ত্যেষ্টি!
জানিনা।
তোমাকেও কখনো বলা হয়নি, তোমার ঠোঁটে লেগে থাকা নৈসর্গিক হাসি দেখতে আমারও ইচ্ছে করে
আমারও ইচ্ছে করে তোমাতে বিসর্জন দেই এই জলজ আত্মা এবং শতসহস্র গোলাপ
অথবা এমনকোনো অমীমাংসিত দ্বন্দ্বমুখর ক্রমবর্ধমান সন্ধ্যাকে বিস্মৃত করে
আকস্মিক তোমার কপালে এঁকে দেই ভালোবাসার চন্দ্রদাগ!
৩০ জুন ২০২৪, শেষরাত