কবিতার গতরে প্রেম আঁকতে আঁকতে কেটে গেছে তিন হায়ন
তবুও কোথাও কোন প্রেম নেই,
নেই রঙ্গ রঙ্গ বসন্তের কৃষ্ণ কোরাস
বিবর্ণ পাণ্ডুলিপি ! যেনো ভাজে ভাজে ফুটেছে নীল নীল বিষাদের ফুল,
মৃত মৃত পঙক্তি
শুভপ্রত্যাশী অধ্যেতাদের চোখ পড়লে, বলে-
অনলের মৃণ্ময় ভাপে পুড়েপুড়ে দগ্ধ হওয়া পরাজিত জীবন এক
কোথাও প্রেম নেই
কোথাও প্রাপ্তি নেই, নেই ছিটাফোটা বিন্দাসস্মৃতি
তাঁরা মানতে চায় না বিষাক্ত বিবর্ণ এ জীবনটা যে
এক বর্ণীল প্রেমেরই এঁকে দেওয়া
কিংবা
.... শূন্যতার আরেক নাম পূর্ণতা!