স্বপ্নের পাণ্ডুলিপি পোড়া ছাই থেকে জন্ম নেওয়া
এক একটা বিদঘুটে গল্পের নাম 'ব্যবচ্ছেদ'
একজীবন ব্যবচ্ছেদ লিখে কাটিয়ে দেওয়া একটা মানুষ
ইদানীং ঘুমঘোরে সফলতার গল্প শোনায়
জোড়া-জোড়া রাতপোকা
আবৃতি করে স্বর্গকাব্য
অথচ ঘুমভাঙ্গলে, জেগে ওঠে একেলা ঝিঁঝিঁ...  পুরানো দিনরাত
আর পোড়া পাণ্ডুলিপির দীর্ঘশ্বাস....
__________
২৬ মার্চ, মধ্যরাত