স্বপ্নে আগমন,
হটাৎ আগমন তার
      তা ছিল অপত্যাশিত!
মুখে নাই পায় ভাষা,
              অস্তমিত আঁখি হচ্ছে অতন্দ্র।
খুশিতে ছল ছল হয়ে যায় আঁখি,
                     পরতে পরতে কাঁদে নিরবধি,
বলে বধু,
            এই আসার সময় হলো বুঝি!
কত দিবা গেছে মোর কাঁদি,
কত রাত্রি ছিনু, রাত জাগা পাখি!
                      আগমনের তরে,
আঁখি তুলে বধূ বলে,
জানেন!
মোদের কাটানো ঐ
             স্নৃগ্ধ বিকেলের পরশ,
                  উঠোনের কৃষ্ণচূড়া ফুল,
                  নদীর নন্দিতা ঢেউ,
                 নিশীথ রাতের পূর্ণিমার চাঁদ,
       জানেন? জানেন আপনি! সময় শেষে আবার আসে ফিরে!
আপুনি বিনে এই হৃদয় অপূর্ণতায় ভোগে!

     বধূ, আঁখি মুছে মৃদু হেসে কয়,
                   ফের এলেন আপুনি।
কৃষ্ণচূড়া মজিবে লাল আভায়,
মেতে উঠবে ঢেউ ঢেউ মিলায়,
        উজ্জ্বল চাঁদ টা জ্বলবে আরো!
     বলা শেষে,
         বুক পেতে মাথা রাখিতে
        বধূর তন্দ্রা গেল চলে।

সজল চাহনিতে বধূ,
হাকিয়া হাকিয়া কাঁদিতে থাকে
প্রভু, সর্গ উপহার দিও মোর সোয়ামিরে!