নন্দ বাবু এখনো ছোট,
ইস্কুল মাত্র যায়।
বাবা-মা,পাড়া-পড়শী
অনেক কিছু কয়।
বুঝতে জানতে প্রবল ইচ্ছা,
লালন করে হিয়ায়।
একটা কিছু না বুঝলে,
অনেক বার জিগায়।
ছোট্ট বলে সবাই তারে,
বারংবার এড়িয়ে চলে যায়।
বলে, নন্দ ছোট তুমি,
জানতে নেই এত্ত তোমায়।
নন্দ বাবুর ইচ্ছে গুলো,
জাগনা পেতে থাকে।
এবার সে মুখ খুলে,
প্রতিবাদী হয়ে উঠে।
আমি ছোট কি হয়েছে?
এমন কেন বল!
ছোট বলে নেই কি মোর
জানার আগ্রহ?
বিদ্যায় আছে শিক্ষক বলেছে,
যে যত জানতে চায়,
সে তত জ্ঞানি হয়।
এটা কি জানো না?
এবার তোমরা বল তো
কেন আমি জানবো না?
আমায় কি জ্ঞানের আলোয়
বিচরণ করতে দেও মানা?