বলব বলে কত কথন হয়েছিল খাড়া,
হটাৎ আচমকা ঝড় এসে দিয়ে দিল শত বাঁধা!

এ ঝড়ের তান্ডব ছিল এতই প্রকট,
                প্রলেপ দিতেও আটকে গেছি সে বেলা
খুব করে ইচ্ছে করে জানতে আজ,
                       কেমন আছেন সদা!!