জানিস জুনাই?জেলে নেমেছে
আমাদের ঐ ঘাটে।
মাছ মারিতে যাস যদি
চল আমার সাথে।
ছোট্ট বড় টাকি শোল,
কত্ত মাছের আধার।
কেউবা ধরে কেউবা কুড়োয়,
অনেক মজা হয়।
মাছ ধরিতে পারি না আমি,
কুড়াতেও তো না।
আমায় তো তোমরা কেহ,
খেলায় সাথি নিবে না!
জসিম শুনে অবাক হয়ে,
হাসতে হাসতে শেষ।
ধুরু বোকা খেলা নয়,
মাছ ধরিতে মজা বেশ।
কেউবা ডুবে পানির ভিতর,
আবার ছুটাছুটি।
কথায় আছে মাছকে ব্যাটারা,
করি মাতামাতি।
কাঁদায় কাঁদায় পূর্ন যেন
পুরো ঘাট টা।
কাঁদায় যদি দেখিস আমায়,
চিনতেই পারবি না।
অবাক চোখে জুনাই যখন,
দেহের পানে চায়।
জসিম বলে হয়তো ভাবিস,
ময়লা হবে গায়?
ভাংগা দুটো দাঁত মেলে,
আবার হেসে উঠে।
সহুরে তোরা বুঝবি না তো,
কত্ত আনন্দ কত্ত বসন্ত,
লুকিয়ে সেথায় থাকে।
থাক! বিকেলে খেলবো তোর সাথে।
হাঁটতে থাকা জসিম কে,
ডাকে বারে বার।
দ্বারা একটু,
মাকে শুধু বলি একবার।
মাগো ঘাটের ধারে,
খেলিতে আমি যাই।
বকিওনা আসলে ফিরে,
দেরি হবে তাই।
জুনাই যাসনা,
অনেক মানুষ ভীড়।
কথায় যাবি কে দেখিবে,
আয় ঘড়ে ফির।
মাগো একটু শুধু যাই
অনেক মজা কাদা, নতুন কিছু
দেখিতে মন চায়।
এত্ত কথা বলিস কেন?
চুপ কর একিবারি।
ফের যদি বায়না করিস,
ঘড়ে রাখিবো বাঁধি।
জুনাই তখন আঁখি মুছে,
জসিম পানে চায়।
জসিম তখন মুখ ফিরিয়ে,
অনেক দুরে রয়।