দামাল ছেলের রুক্ষতা
আছে কি তোমার মনে??
আসলে তো আবার ফিরে,
পারবে কি তাদের দিতে এনে?
হে মার্চ!
এসেছ আবার, বলবে কি?
তারা কেন ভয়ানক ষরযন্ত্র করল?
তারা কেন মারল মোদের?
তারা কেন ইজ্জত লুটল?
তাদের কি বোন নেই?
ধিক্কার জানাই!!
ছিঃ
হে মার্চ তুমিই বলো
মোরা কি মোদের অধিকার চাইতে পারি না?
মোরা কি চিরকাল তাদের তরে বন্দি রব?
মোদের কি জ্ঞান নেই?
মোরা কেন যোগ্য চাকুরী হতে ছিলাম বঞ্চিত?
বলো মার্চ বলো!!
জবাব দেও।
নিজ মতের নেই কোন মূল্য!!
১৯৪৭ এ তো স্বাধীন হয়েছি
তাহলে মোদের স্বাধীনতা কথায় ছিল?
বলতে পারবে কি মার্চ?
লক্ষ লক্ষ বোনের নির্যাতনের কথা?
লক্ষ লক্ষ মায়ের অশ্রু ঝরানো ব্যাথা?
তাজা তাজা প্রানের মৃত্যু!
আহা ! সন্তানের ঐ হাহাকার!
লাসে লাসে ছিল ভরপুর!
হে মার্চ বিশ্বাস কর!
জানি না আমি ছিলাম তখন কই
পড়লে মনে ঘটনা খানা ঐ
অম্বর এসে ঠেকে যেন মাথায়
চোখে আসে নীর!
কথায় যাবো পাইনা ঠিকানা
চারিদিকে ঐ জনতার ভীড়!
হে মার্চ, শোন,
জানিয়ে দিও পুরো বিশ্বকে!
মোদের গৌরবের কথা,
মোদের এই লাল সবুজের পতাকা,
৩০ লক্ষ সহীদের রক্তে কেনা।