মা বকেছে বেশ হয়েছে
খিক খিক খিক
বিট্রুর সাথে টিকটিকি কয়
ঠিক ঠিক ঠিক ।

টিকটিকিটা বড্ড পাজি
রাতের আলোয় খুব,
খেয়েদেয়ে পেট ভরে, দেয়
দিনের আলোয় ডুব।

দিনে যদি পেতাম ওকে
চুন কালি মেখে
গলায় বেঁধে ঝুলিয়ে দিতাম,
‘আস্ত বদমাশ’ লিখে।

না না,
মেজাজ কিন্তু ঢের গরম
তাই বকেছি যাচ্ছে তাই
পুতুল বিয়ের বসলে আসর
ওদের ডিমই ভেজে খাই।

দুষ্টুমিতে ঢের পটু
ভদ্রতায়ও বেশ তো!
বলতে পারবে কেউ কোন দিন
কামড়ে নিছে গোশত?

কী?
ভাবছো বসে, জপছো কষে
বলছি যা তা ঠিক ঠিকই,
হাতের মুঠোয় ধরে বলো
আই লাভ ইউ টিকটিকি!