পাড়ার সকল ছোকরা-ছোঁড়া
দলবলে সব চলো
পণ করেছি ভোট দিবো ভাই
কিন্তু কাকে বলো!
মন্টু, সেন্টু, কলিম মিয়া
সবাই নাকি নেতা
গরীব দুঃখীর পরম বন্ধু
সবাই শ্রেষ্ঠ দাতা।
সিউলী আপা, বিউটি বেগম
দেশ করিবে আলো
তাদের সবার মনটা নাকি
ফুলের মত ভালো।
তাইলে বুবু, কোন এলিয়েন
রাতে বিলায় টাকা,
টাকায় কিনে কারা তাদের
ঘুরায় ভোটের চাকা?
রাতে গড়া ভোটার অফিস
ছিন্নভিন্ন দিনে
সবাই সবার বন্ধু হলে
ভাঙ্গে কী তা জ্বীনে?
উচিত কথায় বেজার হলে
দিওনা ভাই গালি
কাছে এসো, কানে-মুখে
একটা কথা বলি।
চুরির টাকায় নমিনেশন
কিনছে কারা জানো?
লেবাস দেখে তোমরা যাদের
দেশ দরদী মানো।
উপর দেখে ভোট দিওনা
ভেতর দেখো ভাই।
এর থেকে আর ভালো কথা
ভোটের দিনে নাই।
পুনশ্চ; আগামি কাল ইউপি নির্বাচন উপলক্ষে এলাকাজুড়ে সরগরম। প্রার্থী, ভোটার ও পুলিশ-র্যাব এর সর্বশেষ তোরজোড় চলছে। (04/01/22 মঙ্গলবার)