বিকেল মানে নদীর কুলে
আম জনতার আসর,
বিকেল মানে বিহঙ্গদের
নিত্য বিয়ের বাসর।
বিকেল মানে দূর আকাশে
শুভ্র মেঘের মেলা,
বিকেল মানে গঙ্গা জলে
সূর্যি মামার খেলা।
বিকেল মানে মাঠে ঘাটে
শিশু-কিশোর হাট,
শিশু হাটের সেরা খাবার
তেলে ভাজা নাট।
না না, বাদামটাও কম কিছু নয়
হরহামেশা চলে
গল্পের আসর তবেই জমে
সঙ্গে বাদাম হলে।
এসব দেখতে রোজ ছুটে যাই
চিত্রা নদীর পারে
সবকিছুরই ছবি তুলি
কয়টা দেবো কারে?
----- জুনাইরা নূহা