বিদায় বেলার ক্রান্তিলগ্নে
এলোমেলো মনে,
কোন ভাষাতে লিখবো কথা
ভাবছি ক্ষণে ক্ষণে।

ভাবতে ভাবতে এসে গেলো
চলে যাবার পালা
তবুও দেখি শব্দকোষে
আঁটা শক্ত তালা।

ধার করা কিছু শব্দ দিয়ে
তবুও বলি বোন!
আমাদেরকে রাখবে মনে
বাঁচবে যতক্ষণ।

উৎফুল্লতার ছন্দ পতন
বিষন্নতার ছায়ায়
মুক্তঝড়া হাসি ফুটুক
নাসির ভাইয়ের মায়ায়।

ভাইটা আমার ভীষণ ভালো
বোনটা আমার সেরা
ভাই-বোনের এ জীবনটা হোক
সুখের সূর্য ঘেরা।


পুনশ্চ; কওমী মাদরাসা থেকে দাওরা হাদীস শেষ করে বিদায় উপলক্ষ্যে ভাবির সহপাঠীরা এসেছিলেন তাদের ডায়রিতে কবিতা-গল্প (যা মনে আসে) লিখে নেয়ার জন্য। আমিও যখন যা মনে এসেছে, কখনো আঞ্চলিক ভাষায়, কখনো সাধু আবার কখনো চলিত ভাষায় রম্যরসের অনেক কিছুই লিখে দিয়েছি।

ভদ্র ভাষার এই কবিতাটি দিয়েছিলাম, এক আপুকে। যার হাজবেন্ডের নাম নাসির। এ জন্যই কবিতায়ও "নাসির ভাই" শব্দটা উল্লেখ করেছি।