শিক্ষক আমার শ্রেষ্ঠ গুরু
সত্যের পাঞ্জেরী
শিক্ষক আমার জ্ঞাণের শুরু
জীবনের অঙ্গরি।

শিক্ষক আমার করেছে আলো
আধারের অন্তরীণ
শিক্ষক জ্ঞানের সাধনায় রোজ
করেছে চির ঋণ।

শিক্ষক মোদের গড়তে বড়
হামেশা থাকে থির
শিক্ষক গুণে গুণধর তাই
শ্রদ্ধায় নত শির।
.
.
উশৃঙ্খলতার যুগে উত্তম আদর্শ ও নৈতিকতা শিক্ষাদানে "চুল কেটে দেয়া" শিক্ষকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।