জনেজনে জানতে চাইলেন,
লিখি কেন কম,
মেসেজ কেন সিন করিনা
দম্ভী কীটের জম।
মনেমনে নিন্দা গাইলেন
ক্রোধ দিলেন জাগ,
আসল কথা বইলা ফেলি
কেউ কইরেন না রাগ।
ক্ষণেক্ষণে আসি নেটে
কইনা কোন কথা,
পিসির সামনে থাকলে করে
মাথায় ভীষণ ব্যথা।
দিনেদিনে ডিস-প্লেটা
যাচ্ছে দাগে ভরে
কালারটাও পালটে গিয়ে
নিভু নিভু করে।
কানেকানে মারে কইলাম
তুমি কত্ত ভালো,
তোমার মত ভালো মানুষ
করছে দুইন্নাই আলো।
শুনেশুনে মা কইলো
কইবি কী তুই ক,
‘ডিস-প্লেটা আইনা দিবা
কওনা গো মা হ!
টেনেটেনে রেগে কইলো
পড়া লেখা কর।
জ্ঞ্যানর জ্ঞ্যানর আর করিস না
এইখান থিকা সর।