বছর দুইডা চইলা গেলো
স্কুল কলেজ খোলছেনা,
খোলবো খোলবো হুনছি তবে
সঠিক তারিখ কইছেনা।
কোভিট ঊনিশ শিক্ষিত, ভাই!
যানবাহন ওর রাস্তা না,
নইলে কী আর স্কুল ঘরে
গেড়ে বসে আস্তানা?
এ ভাইরাসটা কত্ত পাজি!!
বাজার-হাটে ঘুরেনা,
চীলের হাটির স্কুল থেকে
বাজার কিন্তু দূরে না।
নিত্যদিনই হাইঞ্জা বেলা
চর-কিল থায় পুতের ঝী
ক,খ,গ ভুইলা গেছে,
বানান কইরা পড়বো কী?
ওর দোষ কী কও দেহি বোন
আগুণ ছাড়া ফুটবে খই?
স্কুল ঘরে ঝুললে তালা
ক রে খ কইবোই।
কত্ত আশা নাতনি হইবো
পইড়া শুইনা মাথার তাজ,
এখন দেহি ফাইভ পাশেই
সারতে হইবে বিয়ার কাজ।
এই ভাবে যে কত্ত মাইনসের
স্বপ্ন যাইবো বরবাদে,
মন্ত্রী আপা, জোর মিনতি
স্কুল ঘরটা খুইলা দে।