আরবের তপ্ত মরুর
ধূলয় আঁকে সুখের ছবি
প্রেমের রং তুলিতে
কাব্য লেখে সুভাষ কবি

ত্বলাআল বাদরু গানের
মধুর সুরে যায় ছড়িয়ে
এসেছে ধরার বুকে
সাল্লি আলা নাবী নাবী।

শান্তির শীতল হাওয়া
বইছে সেথায় যার পরশে
নবীয়ে রহমত তিনি
লেখা আছে পাক আরশে

গেয়েছে তারই শানে
আরব শিশু কিশোর সবি
এসেছে ধরার বুকে
সাল্লি আলা নাবী নাবী।

বনের ঐ পশুর সুরে
বাজে শুধু সালাম সালাম
নবীজীর আগমনে
জনে জনে একই কালাম

আমিনা মায়ের কোলে
উঠলো হেসে নূরের রবি
এসেছে ধরার বুকে
সাল্লি আলা নাবী নাবী।