জ্ঞান বাগানে ছিলেন যিনি
সৌরভ মাখা ফুল
যার সুবাসে মুগ্ধ হতো
মৌ-মাছি বুলবুল।

ছড়িয়েছেন জ্ঞানের আলো
যিনি বিশ্বময়
শাখায় শাখায় ফুল ফুটিয়ে
করেন বিশ্বজয়।

তিনি মোদের পীরে কামেল
মোরশেদ ও রাহবার
আব্দুল মালেক সাতাইনি তার
সুখ্যাতি আবরার।

দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন
দূরে বহুদূর
হাদ্দ্সানার মসনদে তার
ঝড়ছে কত নূর।

কত শত ছাত্র তাহার
রেখে গেছেন ধরায়
এভাবে তার জ্ঞানের আলো
বিশ্ব জুড়ে ছড়ায়।

আজকে তিনি চলে গেলেন
আল্লাহ পাকের ডাকে
জান্নাতে দিন উচ্চ মাকাম
রাব্বে কারীম তাকে।

তার করা সেই খেদমত টুকু
আমরা করতে চাই
আল্লাহ তুমি সহায় মোদের
তৌফিক যেন পাই