শিক্ষালয় আজ করছে বিলাপ
সন্তান তাহার কোন পথে
কোন নেশায় আজ মত্ত হয়ে
ছুটছে সবাই দিন রাতে।
কয়টা বলি, এই যে দেখো
র্যাগের নামে বিদ্যালয়
অশ্লিলতায় যাচ্ছে ভরে
নৈতিকতার হচ্ছে ক্ষয়।
করছে যা সব গর্হিত আর
লিখছে যা সব নোংরামি
এসব দেখে চুপ থাকাটা
সুশীলবাদের ভন্ডামি ।
শৈশবে ফের দৃষ্টি দিয়ে
দেখছি স্মৃতির বিদ্যাপীঠ
এই সময়ের শিক্ষা সমাজ
সে সময়ের উল্টা পিঠ।
বিদায় বেলা অশ্রু দিয়ে
ক্ষমা নিতাম সব ভুলে
এখন দেখি র্যাগ ডে তে
করছে যা-তা সব খুলে।
বিদ্যালয়ের গল্প ছিলো
শিষ্ট সমাজ নির্মানের
দুষ্ট লোকের নষ্টামিতে
ভ্রষ্ট লোকের জ্ঞান-মানের।