পুষ্প তোমায় কে দিয়েছে
রূপের স্বর্গে সু-শোভা
কার ইশারায় পাপড়ি মেলে
ছড়াও তোমার ভা-বিভা?
কোন মহিমায় পুষ্প তোমার
মূর্দি মাখা সৌরভে
যেই সুবাসে মোহিত মন
করছো মহা গৌরবে?
পুষ্প তুমি রোজ ফুটে ক্যান্
নিত্য সাজাও 'কুল' কানন
কার হুকুমে করছো ব্যাকুল
নিসর্গের এই 'ফুল' আনন?
গোলাপ, গাঁদা, চম্পা, চেরি
জুঁই চামেলি, কত নাম
পদ্ম, পপি, পলাশ, বকুল
কত ফুলের ইন্তেজাম।
শিউলি, বকুল, মোরগ, রঙ্গন
সূর্যমুখী , চামেলি
কুন্দ, আশোক, আরো আছে
শ্বেতচন্দন আর শেফালী।
কদম, কবরি, শাপলা টগর
হাসনাহহেনা, গন্ধরাজ
নাম না জানা কত ফুল আর
কয়টা বলি বে-আন্দাজ!