পুরুষ নিতে এত কথা
কেন জানা নাই।
পুরুষ আমার বাবা, কোন
পুরুষ আমার ভাই।

পুরুষ আমায় আগলে রাখে
প্রিয় মানুষ হয়ে
আমার সুখে হাসে পুরুষ
শত দুঃখ সয়ে।

তাই বলি বোন, বুঝে শুনে
কথা বলো রোজ
পুরুষ ছাড়া ধরার কী হাল
রাখিও তার খোজ।