পাঠ্যবই সব বস্তা বেঁধে
আলমারীতে তুলে
কিশোররা সব পাবজি খেলে
শিশুও সেই দলে।
লকডাউনে সব ডাউন তাই,
করবে কী তো বল!
বাবা বলেন, নে মোবাইল
নেট দুনিয়ায় চল।
শিক্ষকও সেই একই কথা
পড়তে যদি চাও,
অনলাইনে হবে ক্লাশ,
ফোনটা কিনে নাও।
ফোন পেয়েই পাবজিতে ডুব
পড়াশুনা ছাই,
সূর্য কখন উঠে ডুবে
সেই খবরও নাই।
পাবজি খেলায় কত নেশা
জানছি পেপার পড়ে,
এমবির টাকা না পেলেই
আত্নহত্যা করে।
মাদক নেশায় আঈন হয়েছে
পড়লে ধরা, জেল,
জেল-হাজত আর দন্ডবিধি
পাবজির বেলায় ফেল।
স্বপ্ন যাদের কিংবদন্তি
কিংবা জ্ঞানী-গুনী
তাদের হাতে ফোন দিলে ক্যান
কনতো একটু শুনি!