কী অপরূপ সাজলো আকাশ
শুভ্র মেঘে ভরা
স্বচ্ছ শীতল কোমল হাওয়ায়
মুগ্ধ বিভোর ধরা।
রোদের মাঝে বৃষ্টি ফোটা
ঝরছে মনের সুখে
এমন দিনে সবাই খুশি
কেউ কাঁদেনা দুঃখে।
উৎসবে আজ সব মেতেছে
নিঝুম গহিন বনে
দোয়েল কোয়েল সবাই, গীতি
গাইছে ক্ষণে ক্ষণে।
গাছের শাখে পাখ-পাখালি
নাচে দাদরা তালে
ফুল বাগানে প্রজাপতি
উড়ে ডালে ডালে।
ময়ূর নাচে পেখম মেলে
সাথে ময়না টিয়ে
আজকে নাকি হবে তাদের
শিয়াল মামার বিয়ে।