প্রেয়সী তুমি কতকাল ছিলে
ভাবনার চে'য়েও দূরে
পড়েছিলাম সেদিন ক্লান্ত নিথর
অন্তরীক্ষে উড়ে।
খুঁজে খুঁজে যখন ক্লান্ত মনে
ভাবছি অলীক তুমি,
কোমল পরশনে ছুয়েছো হঠাৎ
বাস্তবতার ভূমি।
হাসিতে তোমার মুক্তা ঝরেছে
সলজ্জতায় চঞ্চল,
তাই দেখে আমি পান করেছিলাম
পিপাসায় কত জল।
মুগ্ধতায় সেদিন কুড়িয়েছি আমি
ভালোবাসার এক নাম
আমার হাসিতে হেসেছে আকাশ
ঝরেছে মেঘের ঘাম।
তোমায় দেখে আমি বারবার দেখি
জোৎসনা রাতের চাঁদ
তোমার রুপে ই আমি প্রেমাহত
ভালোবাসায় উম্মাদ।
দহনের দিনে মেঘ কিনে যদি
ভাসে মধ্যদুপুর,
তবু তুমি জানো তব চোখ মানে
আমার পদ্মপুকুর