সেদিন তোদের কাছে পেয়ে
লাজ-লজ্জার মাথা খেয়ে
ভাব দেখেছি 'ফুসকা' চেয়ে!
আসবি পাশে বন্ধু বলে
চকলেট চাইলে ছলেবলে
মুখ ঘুরিয়ে যাইবি চলে!
কখন কারা ছিলি পাশে
পই পই করে হিসেব কষে
লিখবো খাতায় কলম ঘষে।
তোদের জন্য আসছে এবার
'পই পই' নামে ক্যালকিউটর।
স্বাদ বুঝাবো বন্ধু হবার!