পরিতোষ রোজ সন্ধানে তোর
গড়ছি সখের স্বর্গরাজ,
থরে বিথরে তিমির ছায়া
নিষ্ফল দেহের অঙ্গসাজ।
সুখ সহসা বলছে, শোনো
শান্তি খোঁজে পুণ্যতা,
পাপের স্বর্গে রাজ্য গড়ে
শান্তি চাওয়া দৈন্যতা।
সুদের টাকায় স্বপ্ন বিলাস
ঘুষ বানিজ্যে চটপটে
নিঃস্ব লোকের মর্মপীড়ায়
পুড়ছো মনে ছটফটে।
ভদ্রভেশে করছো চুরি
বলছো মিথ্যা মহাপাপ,
বিচারকার্যে ছলচাতুরী
অপরাধকে করছো মাপ।
ঘোর অপরাধ জেনেশুনে
মাদক সেবন করছো রোজ
দল ক্ষমতায় করছো শোষণ
আম জনতার নিচ্ছো খোজ?
মানব পাচার, অর্থ পাচার
করছো পাচার তথ্যকোষ
স্বদেশীদের বন্দি করে
ভিনদেশীদের করছো খোশ।
পাপের রাজ্যে নিকষ কালোয়
হর্ষ রবি উঠবে না,
তওবা ছাড়া মন বাগানে
সুখের পুষ্প ফুটবে না।