ও টুনির মা, ঠোট কেন লাল
খাইছো কেন পান?
পান খামুনা, খামু কী বোইন,
পানই আমার জান।
মুখের চিপটি ফেলতে ফেলতে
কইলো হাতটা ধরে।
পানের ঠোটে প্রেম-পিরিতির
বাত্তি জ্বালাই ঘরে।
শুনো তাইলে আসল কথা
রোজ কেন খাই পান,
পান দিয়া-ই টুনির বাপের
মন দিয়েছি বান।
বিয়ের আগে পয়লা দেইখা
কইলো হাসি দিয়া,
রাঙা ঠোটে হইছি পাগল
করমু তোমায় বিয়া।
সেইদিন থিকা পানে আমার
বাড়ছে দ্বি-গুণ স্বাদ,
তুমিও খাও, পাইবা তুমি
এমন সুন্দর চাঁদ।