ঐশী বাণীর নূরের জ্যোতি
হেরা গুহার সেই আলো
যেই আলো-ই দূর করে সব
মানব দিলের জং-কালো।
আরব যুগের নষ্ট সমাজ
সভ্য হলো যেই নূরে
নব্য যুগের লোকগুলো তা
দেয় ঠেলে দেয় দূর-দূরে।
মুমিন তুমি আঁকড়ে ধরো
কুরআন পড় রোজ সকাল
আসুক যত ঘাতপ্রতিঘাত
দেয় যদি দিক সবাই গাল।
বুঝ কিংবা না বুঝ ভাই
পড় কুরআন দিন রাতে
পাবে তুমি সমান সওয়াব
শোনো হাদীস কান পেতে।
রাসুল বলেন, পাক কালামের
এক হরফে দশ নেকী
'আলিফ লাম মিম' তিন হরফে
ত্রিশ পাবে, বুঝছো কী?