আমি চঞ্চল মরুর অগ্র-পথিক, কর্মবীর
ছুটি উল্কার মত ঝড়-সঞ্চরে উচ্চশির
যুদ্ধ তরী ছুটছে দামায়
কোন অরাতি রুখবে আমায়
শূন্যে ভাসি করতে বিনাশ ধূর্ত সাহসীর।
.
আমি সংহারি সব বিনাশ আমার কর্ম রোজ
শত্রুর শক্ত কপাট ভেঙ্গে করি হর্ষ-ভোজ
রুদ্রঝড়ে শূদ্র করে
স্বর্গ পাতাল ভস্ম করে
দেই সাঁটিয়ে সংহারিয়া সর্বনাশীর গোঁজ।
.
আমি বঙ্গদৃপ্তপদ বাংলা আমার শক্তি বল
লাল সবুজের ধ্বজা ধরে ছুটছি তরুণ দল।
রক্তে কেনা বসুন্ধরা
রাক্ষসে আর দৈত্যে ভরা
ফের উড়াবো বিজয় নিশান, চল সাহসী দল।
.
আমি বিশ্ব কবির বিদ্রোহী এক নওজোয়ান
শত্রু দেখে "বলো বীর" গেয়ে হই আগোয়ান
মুক্ত স্বাধীন সত্যকে রে
কোন হারামি নিচ্ছে কেড়ে
একাত্তরের সেই চেতনায় হচ্ছি বলিয়ান।