অতীত তোমায় শিক্ষা দিবে
ইতিহাসটা ভুলোনা
ইতিহাসে পাবে তুমি
বর্তমানের তুলনা।

ভবিষ্যতের আঁধার পথে
আলো পাবে অতীতে
অতীত থেকে আলো নিয়ে
চলবে নতুন গতিতে।

ইতিহাসের পাতায় পাতায়
আঁকা তোমার জীবন পথ
চলার পথে বাতলে দিবে
কোনটা ভুল আর কোনটা সৎ।

অতীত তোমার আয়না সমেৎ
অতীত তোমার পাঠশালা
অতীত ভুলে হয়না তো ভাই
সঠিকভাবে পথ চলা।