পাঁচটি বছর চিঠি হয়ে
উড়ছি অসীম পথে
কত পাঠক পড়ছে আমায়
কেউ ফিরেনি সাথে।
চিঠির শেষে লেখা ছিলো
তোমার নামে ইতি
তাই দেখে আর কেউ করেনি
আরজি আশা অতি।
দখিন হাওয়ায় হঠাৎ একদিন
মেহেদি বাটার ঘামে
পৌঁছে গেলাম তোমার হাতে
ধূসর মেঘের খামে।
আমার বুকে তোমায় দেখে
হাওয়ায় উড়ছে খুশি
শিশির ভেজা ঘাসে ফুটছে
মিষ্টি মাখা হাসি।
তুমি হাসলে ফুলের রেণু
জমে ঠোটের ভাঁজে
জলের কণা আলতো করে
গালটি ছুয়ে সাজে।
তাই দেখেই নাম দিয়েছি
"ডেইজি, মিষ্টি মেয়ে"
কিংবা ডাকবো "মেঘবালিকা"
রূপের কীর্তি গেয়ে।
ওগো শুনছো!
আজকে থেকে আমার দেয়া
নামটি না হয় থাকুক
নিশি রাতের তারাগুলো
সে নামেই ডাকুক।
ছোটবেলার নাম টি তোমার
থাকুক বদ্ধ খামে
ফুল পাখি আর মৌমাছিরা
ডাকুক নতুন নামে।