বিশ্ব মুসলিম জাগছে সবাই
নবী প্রেমের গান গেয়ে
প্রতিবাদের জ্বলছে আগুন
বেঈমানেরা দেখ চেয়ে।

ঈমান যাদের আছে বুকে
করছে সবাই প্রতিবাদ
মুমিন মনে জ্বললে আগুন
পুড়বে তোদের সকল ফাঁদ।

হিন্দুস্থানের বেঈমানেরা
তোদের কোন রক্ষা নাই
নবীর শানে করলি আঘাত
আর পাবিনা কোথাও ঠাই।

রাসুল ধরার শ্রেষ্ঠ মানুষ
শ্রেষ্ঠ তাহার শান ও মান
তার শানটা রাখতে উঁচু
বিলিয়ে দিবো নিজের জান।