ভিনদেশীদের খেলা দেখে তুমি
উল্লাসে করো জয়
মুসলিম তুমি ভুলে গেছো কেন
নিজেদের পরিচয় ।

আর্জেন্টিনা কিবা ব্রাজিল
নয় কেহ তব ভাই
খুঁজে দেখো আজ ওদের দেশে
মুমিনের ঠাই নাই।

ইংল্যান্ড কিবা জার্মান বলো
কানাডা সেনেগাল
মুসলিমদের গালি দেয় ওরা
মিলিয়ে তালে তাল

তবু তোমার হাতে, দেখি সদা ওদের
পতাকা শোভা পায়
মুসলিম তুমি ভুলে গেছো কেন
নিজেদের পরিচয় ।

চুল কেটে তুমি সাজিয়েছো ভাই
নিজেকে নেইমার
মেসিদের মত টেটো এঁকে গায়ে
দেখিয়েছো মিল তার

খেলাদুলা এলে বিনোদন পেলে
ভুলে যাও তুমি সব
কী জবাব দিবে সেই দিন বলো
ডেকে নেয় যদি রব

সচেতন মনে সারাটি জীবন
আল্লাহকে করো ভয়
মুসলিম তুমি ভুলে গেছো কেন
নিজেদের পরিচয় ।