ইলু বিলু বিট্রু মিলে
হাতে লাঠি মাথায় টিলে
ছুটছে দিব্বি মশার পিছে, ভ্যাঁ!!
হুল দিবি দিয়ে যাবি
রক্ত খাবি খেয়ে যাবি
ঙ্যানর ঙ্যানর গান শুনাইলি ক্যা?
বাঁচাও বাঁচাও বলে মশা
অভ্যাস আমার রক্ত চোষা
গানে আমার কিচ্ছুটি সুর নাই।
মত্ত যখন থাকি নেশায়
আমি তো ভাই আমার ভাষায়
রক্ত নেয়ার অনুমতি চাই।
বাম পাশের অর্ধ পা নাই
পাখাটাও ভাঙ্গা যে তাই
শক্ত করে ধরছি তোমার ঘাড়।
চড়-থাপ্পর নিত্য খেয়ে
যাই পালিয়ে রক্ত নিয়ে
মাফ করো ভাই, আজকে তবে ছাড়।
বসি যখন পড়বো বলে
কিংবা ঘুমাই মায়ের কোলে
তখন আসলে পিটিয়ে তুলবো ছাল।
পড়বো মানুষ, নড়বো না
শোঁখবো ঘ্রাণ, আসবো না?
একি বলিস! দ্যাত্তিরি ছাই, বাল!